Ajker Patrika

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ২

বরিশালে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আজ দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার সানুহার বাসস্ট্যান্ডের উত্তর পাশে চৌকিদার বাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পথচারী সুমন সরদার (১৮) এবং বাসের সুপারভাইজার (নাম জানা যায়নি)। 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, ‘যশোর থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বেপরোয়া গতির চাকলাদার পরিবহনের (যশোর ব-১১-০২৪৬) একটি বাস সানুহার এলাকার বেলাল সরদারের পুত্র সুমন সরদারকে (১৮) চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে পথচারী সুমন সরদার এবং বাসের সুপারভাইজার নিহত হন। ঘটনার পরপরই বাস চালক পলিয়েছে। 

গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। 

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে সড়কে চাপা দিয়ে চৌকিদারবাড়ীর পুকুরের মধ্যে খাদে পড়লে বাসের ১২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চাকলাদার পরিবহনের বেপরোয়া বাসের কারণে দুর্ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত