নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৭ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৮ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
৮ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৮ ঘণ্টা আগে