Ajker Patrika

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত যুবক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত যুবক

বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রনি (২৭) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়েছেন। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রনি নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২ নম্বর পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতায়িত হন রনি। 

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করার সময় টিনের ওপরে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় রনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. এনামুল হক জানান, এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

এ ঘটনায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত