Ajker Patrika

ভুল ওষুধ সেবনে স্কুলছাত্রীর মৃত্যু 

বরগুনা প্রতিনিধি
ভুল ওষুধ সেবনে স্কুলছাত্রীর মৃত্যু 

বরগুনায় ভুল ওষুধ সেবনে তানজিলা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

নিহত তানজিলা আক্তার তালতলীর কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের মোজাম্মেল মিয়ার মেয়ে। সে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, তানজিলা দুপুরে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছিলেন। বাড়িতে চালের পোকা দমন ও গ্যাস্ট্রিকের ওষুধ পাশাপাশি রাখা ছিল। এ সময় ভুল করে চালের পোকা দমনের ওষুধ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। পটুয়াখালী হাসপাতালে যাওয়ার পূর্বেই সন্ধ্যায় পথিমধ্যে তানজিলা মারা যান। 

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে চালের পোকা দমনের ওষুধ খেয়ে একজন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত