বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ৫ মণ ওজনের তিনটি সেইল ফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৩৫
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০৬

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের তিনটি সেইল ফিশ বা পাখি মাছ। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ তিনটি নিয়ে আসা হয়। স্থানীয় বাজারে এই মাছের চাহিদা না থাকায় মৃধা ফিশের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছগুলো ২০ হাজার টাকায় কিনে নেন।  

বাঁশখালীর আল্লাহর দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি তাঁদের জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছে। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, সেইল ফিশ মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত