ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৪৫)।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী হিসেবে চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেজো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে স্ত্রী নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে আব্দুল আজিজ। একপর্যায়ে স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা-পুলিশ আটক করেছে।
তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে তিনি সরে যান। পরে সেটি গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নার্গিস আক্তার নিস্তেজ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘নিহত নারীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সব মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৪৫)।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী হিসেবে চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেজো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে স্ত্রী নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে আব্দুল আজিজ। একপর্যায়ে স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা-পুলিশ আটক করেছে।
তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে তিনি সরে যান। পরে সেটি গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নার্গিস আক্তার নিস্তেজ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘নিহত নারীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সব মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৭ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে