পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় শ্বশুরের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেড় শ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাজীব মৃধার বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত হাশেম ফরাজির ছেলে ইব্রাহিম ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাজীব মৃধা ইব্রাহিম ফরাজির মেয়ের জামাই। তিনি বরগুনার ইটবাড়িয়া এলাকার সোহরাব মৃধার ছেলে।
ইব্রাহিম ফরাজি বলেন, ‘যৌতুকের জন্য মেয়েকে মারধর করে এক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যেত সে। কয়েক দিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দেড় শ মণ ধান কেটে বাড়ির উঠানের সামনে পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে মেয়ের স্বামী রাজীব মৃধা ফজরের সময় এ ধানের পালায় আগুন লাগিয়ে দেয়।’
স্থানীয় আল মদিনা জামে মসজিদের মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, ‘আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজিকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ইব্রাহিম ফরাজির মেয়ের জামাইয়ের সঙ্গে পারিবারিক কিছু ঝামেলা চলছে। তারা ধারণা করছে এ কারণে মেয়ের জামাই রাজীব ধানের পালায় আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার পাথরঘাটায় শ্বশুরের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেড় শ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাজীব মৃধার বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত হাশেম ফরাজির ছেলে ইব্রাহিম ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাজীব মৃধা ইব্রাহিম ফরাজির মেয়ের জামাই। তিনি বরগুনার ইটবাড়িয়া এলাকার সোহরাব মৃধার ছেলে।
ইব্রাহিম ফরাজি বলেন, ‘যৌতুকের জন্য মেয়েকে মারধর করে এক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যেত সে। কয়েক দিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দেড় শ মণ ধান কেটে বাড়ির উঠানের সামনে পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে মেয়ের স্বামী রাজীব মৃধা ফজরের সময় এ ধানের পালায় আগুন লাগিয়ে দেয়।’
স্থানীয় আল মদিনা জামে মসজিদের মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, ‘আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজিকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ইব্রাহিম ফরাজির মেয়ের জামাইয়ের সঙ্গে পারিবারিক কিছু ঝামেলা চলছে। তারা ধারণা করছে এ কারণে মেয়ের জামাই রাজীব ধানের পালায় আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৩৬ মিনিট আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৩৬ মিনিট আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৩৬ মিনিট আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৪১ মিনিট আগে