পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় এনামুল হোসাইনের মালিকানার এফবি আল-মদিনা এবং বরগুনার রাসেল কোম্পানির মালিকানাধীন এফবি মা ফাতেমা ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
আহতরা হলেন এফবি মা ফাতেমা ট্রলারের মোহাম্মদ সুলতান (৬০), মোহাম্মদ ফারুক (৩০), আলতাফ (৬০)। তাঁদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকায়। অন্যদিকে এফবি আল মদিনার ইমরান মাঝি (৪০), মোহাম্মদ শাহিন (২৫), আবু জাফর (২৫), মোহাম্মদ বাবুল (৩৫) ও মোহাম্মদ মোশারফ (৩৫)। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বিশ্ব আন্ডারচর এলাকায়। আহতদের মধ্যে মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আল-মদিনা ট্রলারের মালিক এনামুল হোসাইন বলেন, ‘যেহেতু মাঝিমাল্লারা ট্রলার নোঙর করা নিয়ে ঝামেলা করেছেন। সে ক্ষেত্রে ট্রলার মালিক সমিতির মাধ্যমে মাঝি সমিতির কাছে বিচার দেওয়া হবে।’
ট্রলার মালিক সমিতির সভাপতি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরার পর মৎস্যঘাটে এফবি আল-মদিনা ট্রলার নোঙর করে রাখা হয়। পরে এফবি মা ফাতিমা ট্রলারটি ঘাটে এসে আল-মদিনা ট্রলারের মাঝিমাল্লাদের জায়গা দিতে বলেন। জায়গা করে দিতে দেরি হওয়ায় আল-মদিনা ট্রলার বেঁধে রাখা রশি কেটে দেন মা ফাতিমা ট্রলারের মাঝিমাল্লারা। এ নিয়ে দুই ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হয়েছেন এবং উভয় ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমিতির সভাপতি আরও বলেন, ‘ঘাট পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের কোনো জনবল নেই। তাই প্রায়ই নোঙর করা নিয়ে মাঝিমাল্লাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে উভয় পক্ষের আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার পাথরঘাটায় এনামুল হোসাইনের মালিকানার এফবি আল-মদিনা এবং বরগুনার রাসেল কোম্পানির মালিকানাধীন এফবি মা ফাতেমা ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
আহতরা হলেন এফবি মা ফাতেমা ট্রলারের মোহাম্মদ সুলতান (৬০), মোহাম্মদ ফারুক (৩০), আলতাফ (৬০)। তাঁদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকায়। অন্যদিকে এফবি আল মদিনার ইমরান মাঝি (৪০), মোহাম্মদ শাহিন (২৫), আবু জাফর (২৫), মোহাম্মদ বাবুল (৩৫) ও মোহাম্মদ মোশারফ (৩৫)। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বিশ্ব আন্ডারচর এলাকায়। আহতদের মধ্যে মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আল-মদিনা ট্রলারের মালিক এনামুল হোসাইন বলেন, ‘যেহেতু মাঝিমাল্লারা ট্রলার নোঙর করা নিয়ে ঝামেলা করেছেন। সে ক্ষেত্রে ট্রলার মালিক সমিতির মাধ্যমে মাঝি সমিতির কাছে বিচার দেওয়া হবে।’
ট্রলার মালিক সমিতির সভাপতি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরার পর মৎস্যঘাটে এফবি আল-মদিনা ট্রলার নোঙর করে রাখা হয়। পরে এফবি মা ফাতিমা ট্রলারটি ঘাটে এসে আল-মদিনা ট্রলারের মাঝিমাল্লাদের জায়গা দিতে বলেন। জায়গা করে দিতে দেরি হওয়ায় আল-মদিনা ট্রলার বেঁধে রাখা রশি কেটে দেন মা ফাতিমা ট্রলারের মাঝিমাল্লারা। এ নিয়ে দুই ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হয়েছেন এবং উভয় ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমিতির সভাপতি আরও বলেন, ‘ঘাট পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের কোনো জনবল নেই। তাই প্রায়ই নোঙর করা নিয়ে মাঝিমাল্লাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে উভয় পক্ষের আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
৩ মিনিট আগেকুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদকসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এসব বনভূমিতে গড়ে ওঠা শতাধিক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ একর বনভূমি।
১০ মিনিট আগেআদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার
১৮ মিনিট আগে