প্রতিনিধি, বরগুনা
বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে দুটি লঞ্চ। আজ রোববার সকাল সাড়ে ৯ ’টা ও দশটায় দুটি লঞ্চ বরগুনা নৌ বন্দর ঘাট ত্যাগ করে। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
এমকে শিপিং লাইসেন্স বরগুনা ঘাট ব্যবস্থাপক এনায়েত হোসেন জানান, গতকাল রাতেই আমরা জানতে পারি সাময়িক নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তড়িঘড়ি করে আমরা স্টাফদের খবর দিয়ে আজ লঞ্চ ছেড়েছি।
এনায়েত বলেন, বিশেষ ট্রিপে আমরা এমভি অভিযান-১০ ও এমভি রাজারহাট-বি এই দুটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। দুটি লঞ্চই সবগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট পৌঁছাবে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আরিফুর রহমান নামের একজন যাত্রী জানান, ডেকে ৫০০, সিঙ্গেল কেবিনে ১৫০০ এবং ডাবলে ২৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ, ডেকে ৪০০, সিঙ্গেল কেবিনে ১২০০ এবং ডাবলে ২৪০০ টাকা নিয়মিত ভাড়া।
প্রসঙ্গে এমকে শিপিং লাইসেন্সের ঘাট ব্যবস্থাপক এনায়েত বলেন, হুট করেই লঞ্চ ছাড়ার সিদ্ধান্তে স্টাফ সংকট পড়েছে লঞ্চ কর্তৃপক্ষ। স্পেশাল ট্রিপের জন্য অতিরিক্ত টাকা দিয়ে স্টাফ জোগাড় করা হয়েছে। এ কারণে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের চাপের কারণে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হয়নি। তবে লঞ্চে ওঠার আগে আমরা মাস্ক পরিধান, হাত ধোয়া নিশ্চিত করেছি।
বরগুনা নৌ বন্দরের কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্পেশাল ট্রিপে দুটি লঞ্চ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে সেটা শতভাগ সম্ভব হয়নি। ভাড়া বেশি আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে দুটি লঞ্চ। আজ রোববার সকাল সাড়ে ৯ ’টা ও দশটায় দুটি লঞ্চ বরগুনা নৌ বন্দর ঘাট ত্যাগ করে। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
এমকে শিপিং লাইসেন্স বরগুনা ঘাট ব্যবস্থাপক এনায়েত হোসেন জানান, গতকাল রাতেই আমরা জানতে পারি সাময়িক নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তড়িঘড়ি করে আমরা স্টাফদের খবর দিয়ে আজ লঞ্চ ছেড়েছি।
এনায়েত বলেন, বিশেষ ট্রিপে আমরা এমভি অভিযান-১০ ও এমভি রাজারহাট-বি এই দুটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। দুটি লঞ্চই সবগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট পৌঁছাবে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আরিফুর রহমান নামের একজন যাত্রী জানান, ডেকে ৫০০, সিঙ্গেল কেবিনে ১৫০০ এবং ডাবলে ২৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ, ডেকে ৪০০, সিঙ্গেল কেবিনে ১২০০ এবং ডাবলে ২৪০০ টাকা নিয়মিত ভাড়া।
প্রসঙ্গে এমকে শিপিং লাইসেন্সের ঘাট ব্যবস্থাপক এনায়েত বলেন, হুট করেই লঞ্চ ছাড়ার সিদ্ধান্তে স্টাফ সংকট পড়েছে লঞ্চ কর্তৃপক্ষ। স্পেশাল ট্রিপের জন্য অতিরিক্ত টাকা দিয়ে স্টাফ জোগাড় করা হয়েছে। এ কারণে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের চাপের কারণে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হয়নি। তবে লঞ্চে ওঠার আগে আমরা মাস্ক পরিধান, হাত ধোয়া নিশ্চিত করেছি।
বরগুনা নৌ বন্দরের কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্পেশাল ট্রিপে দুটি লঞ্চ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে সেটা শতভাগ সম্ভব হয়নি। ভাড়া বেশি আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে