গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতার নাম মো. বাদশা ফকির। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নলচিড়া বাজার কমিটির সাবেক সভাপতি তিনি। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস ও তাঁর লোকজন।
মো. বাদশা ফকির অভিযোগ করে বলেন, ‘আমি নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশে রওনা হই। মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় পৌঁছালে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর লোকজন জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী ও নুর জামালসহ ২০–৩০ জন সন্ত্রাসী আমার পথরোধ করে।’
তিনি বলেন, তাঁকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। নলচিড়া বাজারের একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুনেছি কে বা কারা বাদশা ফকিরকে ধরে নিয়ে মারধর করেছে।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আহত বাদশা ফকিরের ছেলে টিপু সুলতান জানান, তাঁর বাবাকে হাতুড়ি এবং কোদাল দিয়ে পেটানোর কারণে শরীরে তীব্র ব্যথা রয়েছে। এ ঘটনা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বরিশাল আছে। তিনি এলে অভিযোগ দেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আহতের ছেলের মাধ্যমে মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতার নাম মো. বাদশা ফকির। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নলচিড়া বাজার কমিটির সাবেক সভাপতি তিনি। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস ও তাঁর লোকজন।
মো. বাদশা ফকির অভিযোগ করে বলেন, ‘আমি নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশে রওনা হই। মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় পৌঁছালে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর লোকজন জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী ও নুর জামালসহ ২০–৩০ জন সন্ত্রাসী আমার পথরোধ করে।’
তিনি বলেন, তাঁকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। নলচিড়া বাজারের একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুনেছি কে বা কারা বাদশা ফকিরকে ধরে নিয়ে মারধর করেছে।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আহত বাদশা ফকিরের ছেলে টিপু সুলতান জানান, তাঁর বাবাকে হাতুড়ি এবং কোদাল দিয়ে পেটানোর কারণে শরীরে তীব্র ব্যথা রয়েছে। এ ঘটনা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বরিশাল আছে। তিনি এলে অভিযোগ দেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আহতের ছেলের মাধ্যমে মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১৩ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১৯ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে