খেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৪৭

বরগুনার পাথরঘাটায় সূর্যমুখী ফুলের খেতে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এর আগে সকাল ৯টা দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর মো. জামাল সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সাইফুল বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়ার গাজী মাহমুদ এলাকায় আবুল কালামের ছেলে। 

কাউন্সিলর জামাল হোসেন সরদার জানান, সূর্যমুখী ফুলের খেতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত সাইফুলের শরীরে ছেঁড়া তার জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তুহিন জানান হাসপাতালে পৌঁছার আগেই ওই তরুণের মৃত্যু হয়। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত