কলাপাড়ায় নবজাতককে হাসপাতালে ফেলে উধাও মা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১: ১০

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার শেষ বিকেলে ওই মা তাঁর নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন। 

ডা. মো. জেএইচ খান লেলিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশুটি আমার হেফাজতে আছে। তার মাকে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে কেহ দত্তক নিলে আইনগতভাবে দত্তক দেওয়া হবে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত