নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরে ফরচুন সুজ কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার নগরীর অশ্বিনীকুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ওই ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে গুলিবিদ্ধ চার শ্রমিকের সুচিকিৎসা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ কারখানার শ্রমিকেরা যখন তাঁদের পাওনা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন; তখন মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে সরিয়ে দিতে আনসার দিয়ে হামলা চালান। একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে চারজনকে গুলিবিদ্ধ করা হয়। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বরিশালের ছাত্রসমাজও আওয়াজ তুলবে বলে জানানো হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা সংগঠক সুজাতা রহমান এতে সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, করাতকল শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ, সদস্য ভূমিকা সরকার, এডিসন বৈদ্য ও ব্রজমোহন (বিএম) কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তন্ময় মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরচুন সুজ কোম্পানিতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলিবর্ষণ করে আনসার সদস্যরা। এতে চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল নগরে ফরচুন সুজ কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার নগরীর অশ্বিনীকুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ওই ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে গুলিবিদ্ধ চার শ্রমিকের সুচিকিৎসা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ কারখানার শ্রমিকেরা যখন তাঁদের পাওনা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন; তখন মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে সরিয়ে দিতে আনসার দিয়ে হামলা চালান। একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে চারজনকে গুলিবিদ্ধ করা হয়। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বরিশালের ছাত্রসমাজও আওয়াজ তুলবে বলে জানানো হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা সংগঠক সুজাতা রহমান এতে সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, করাতকল শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ, সদস্য ভূমিকা সরকার, এডিসন বৈদ্য ও ব্রজমোহন (বিএম) কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তন্ময় মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরচুন সুজ কোম্পানিতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলিবর্ষণ করে আনসার সদস্যরা। এতে চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে