আলোচিত এই বৃদ্ধাকে দৃষ্টিনন্দন ঘর দেওয়ার ঘোষণা ইউপি চেয়ারম্যানের 

সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন (ভোলা)
Thumbnail image

জীবনের ৪০ বছর একাকী জীবন কাটিয়ে সফুরা বিবির বয়স এখন ৮০। স্বামীর মৃত্যু, দুই ছেলে ও এক মেয়ে চট্টগ্রামে থেকে খোঁজ না নেওয়ায় তাঁর এ একাকিত্ব। এমন পরিস্থিতিতে দুবেলা খাবার প্রয়োজনে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তির পথ। সারা দিন ভিক্ষা করে রাতে যে ঘরটিতে ফেরেন তাও বড় জরাজীর্ণ। 

ভোলার বোরহানউদ্দিনের সফুরা বিবির এই দুরবস্থার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে তুলে ধরেন আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম আকাশ ও মুশফিকুর রহমান শাওন নামে এক সংবাদ কর্মী। দ্রুতই ওই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক থেকে বিষয়টি কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব কাজীর নজরে আসে। জীর্ণশীর্ণ অবস্থা দেখে তিনি ওই বৃদ্ধার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। নিজের ফান্ড থেকে একটি ঘর বানিয়ে দেওয়ার পাশাপাশি আজীবন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

চেয়ারম্যান আবদুর রব কাজী বলেন, আজ ১ নভেম্বর সকাল থেকে ঘরের কার্যক্রম শুরু করেছি। তাঁকে এমন একটি দৃষ্টিনন্দন ঘর উপহার দেওয়া হবে যা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা সহায়তা হিসেবে পাওয়া একজন অসহায় মানুষের ঘর। তাঁর খাবার, ঘরে থাকার জন্য খাট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের ব্যবস্থাও করব। তাঁকে মা বলে ডেকেছি, মা হিসেবে আমৃত্যু ওনার সব দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি। 

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া, ঘর করে দেওয়ার ঘোষণায় সফুরা বিবি আনন্দে কান্না শুরু করেন। তিনি বলেন, ৪০ বছর কেউ আমার খোঁজ রাখেনি; এমনকি পেটের সন্তানেরাও আমাকে ছেড়ে গেছে। অবশেষে আজ আমি থাকার জন্য ঘর পাবো, খাবার পাবো। আপনেরা যেন বড় কিছু হতে পারেন এই দোয়া করি; আর চেয়ারম্যানের জন্য আজীবন দোয়া করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত