Ajker Patrika

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ, ১০ পুলিশসহ দগ্ধ ১৪

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯: ৩৫
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ, ১০ পুলিশসহ দগ্ধ ১৪

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২-এ দ্বিতীয়বারের মতো বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি থেকে ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে। এর পরপরই পাশে থাকা সাগর নন্দিনী-৪ জাহাজেও বিস্ফোরণ ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন জহিরুল ইসলাম।

বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সোয়া ১০টায় এ খবর লেখা পর্যন্ত জাহাজ দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে গত শনিবার বেলা পৌনে ২টার দিকে সাগর নন্দিনী-২-এ বিস্ফোরণে চারজন দগ্ধ ও চারজন নিখোঁজ হন।

ইতিমধ্যে নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।

বেলা পৌনে ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলালের লাশ উদ্ধার করা হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে মাস্টার রুহুল আমিন এবং বিকেলে চালক আকরাম হোসেন সরোয়ারের লাশ পাওয়া যায়। পরে বিআইডব্লিউটিএ ফায়ার সার্ভিসের কাছে লাশ হস্তান্তর করে। এর আগে গতকাল রোববার জাহাজের ইঞ্জিনরুম থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।

সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, আহত ও দগ্ধদের মধ্যে পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। গুরুতর তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত