Ajker Patrika

হাতবোমা সন্দেহে মুলাদী কলেজের পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
হাতবোমা সন্দেহে মুলাদী কলেজের পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ

হাতবোমা রয়েছে সন্দেহে বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ভবনটি ঘিরে রাখে। এ সময় ঢাকায় বোম নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই তথ্য জানিয়েছেন। সেখানে তিন ব্যাগ হাতবোমা রয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করে থাকতে পারে। এদিকে কলেজের ভবনে হাতবোমা পাওয়ার সংবাদে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, আজ রোববার সন্ধ্যায় এক ব্যক্তি প্রস্রাব করতে গিয়ে মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা দেখতে পান। সন্ধ্যা ৬টার দিকে থানার একদল পুলিশ গিয়ে ভবনটি ঘিরে রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, হাতবোমা রাখার সংবাদ পেয়ে ভবনটি ঘিরে রাখা হয়েছে। রাত ১০-১১টার মধ্যে পুলিশের বোমা নিষ্ক্রিয় করার ইউনিট পৌঁছার কথা রয়েছে। বোমা নিষ্ক্রিয় শেষে তদন্তকাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত