বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশাল নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন। এবায়েদুল্লাহ, কশাই এবং বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া জেলার সবচেয়ে বড় ঈদ জামাত চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পিরোজপুরের শর্ষিনা মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, ঝালকাঠীর নেছারাবাদ জামে মসজিদে সকাল ৮ টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগরীর পাঁচ শতাধিক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত