পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোতালেব হাওলাদারকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ)।’
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত পোস্টটিতে ৬৫৪ জন মন্তব্য করেছেন, ১১০টি শেয়ার হয়েছে এবং ১ হাজার ১০০ জন লাইক দিয়েছেন। বিএনপির অনেকে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অন্যদিকে, মিশ্র প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিকে (সাধারণ সম্পাদক) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এমন মন্তব্য করতে পারেন না। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মোতালেব হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আমি এবং দেশবাসী জানে, এ চিন্তা মাথায় রেখেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। আমি ভেবেছি, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের দল আওয়ামী লীগ এবং সরকার উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই চিন্তায় স্ট্যাটাসটি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যিনি বরিশাল বিএম কলেজের ভিপি (বাংলাদেশ ছাত্রলীগ থেকে নয়, স্বতন্ত্র) থাকা অবস্থায় ১৯৭৫ সালে জাতির পিতা নিহত হলে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরকারীদের কিছু অনুসারী স্ট্যাটাসটিকে ভিন্ন খাতে নিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।’
পটুয়াখালীর বাউফলে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোতালেব হাওলাদারকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ)।’
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত পোস্টটিতে ৬৫৪ জন মন্তব্য করেছেন, ১১০টি শেয়ার হয়েছে এবং ১ হাজার ১০০ জন লাইক দিয়েছেন। বিএনপির অনেকে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অন্যদিকে, মিশ্র প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিকে (সাধারণ সম্পাদক) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এমন মন্তব্য করতে পারেন না। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মোতালেব হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আমি এবং দেশবাসী জানে, এ চিন্তা মাথায় রেখেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। আমি ভেবেছি, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের দল আওয়ামী লীগ এবং সরকার উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই চিন্তায় স্ট্যাটাসটি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যিনি বরিশাল বিএম কলেজের ভিপি (বাংলাদেশ ছাত্রলীগ থেকে নয়, স্বতন্ত্র) থাকা অবস্থায় ১৯৭৫ সালে জাতির পিতা নিহত হলে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরকারীদের কিছু অনুসারী স্ট্যাটাসটিকে ভিন্ন খাতে নিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৪০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে