মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে আমিন খান (১৮) নামের এক তরুণের গলায় জাল জড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরমিঠুয়া গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আমিন খান পাশের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার রতনপুর গ্রামের গিয়াস খানের ছেলে। তিনি গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
পরিবারের দাবি, বাবার সঙ্গে অভিমান করে আমিন খান মুলাদীতে আত্মহত্যা করেছেন।
আমিন খানের বাবা গিয়াস খান জানান, তাঁর ছেলে ১৯ এপ্রিল ঘরের একটি সেচপাম্প এলাকার ইদ্রিস ঢালীর কাছে বিক্রি করে দিয়েছিলেন। গত শনিবার বেলা ১১টার দিকে রতনপুর পুলিশ ক্যাম্পে বিষয়টি নিয়ে সালিস হয়। ১ হাজার ৪০০ টাকা দিয়ে সেচপাম্পটি ফেরত নেওয়া হয়। এ নিয়ে ছেলেকে বকা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করতে নিষেধ করেন।
গিয়াস খান আরও বলেন, ওই দিন সন্ধ্যায় আমিন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি। স্বজনদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে কাজিরহাট থানা-পুলিশকে জানান। গতকাল মুলাদী থানা-পুলিশের কাছে সংবাদ পেয়ে চরমিঠুয়া গ্রামে ছেলের লাশ শনাক্ত করেন।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, স্থানীয়রা চরমিঠুয়া গ্রামের একটি পুকুর পাড়ে গলায় জাল জড়ানো লাশ দেখে পুলিশে সংবাদ দেন। পরে থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ওই তরুণ গলায় জাল জড়িয়ে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে জাল ছিঁড়ে পুকুর পাড়ে ছিল।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
বরিশালের মুলাদীতে আমিন খান (১৮) নামের এক তরুণের গলায় জাল জড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরমিঠুয়া গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আমিন খান পাশের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার রতনপুর গ্রামের গিয়াস খানের ছেলে। তিনি গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
পরিবারের দাবি, বাবার সঙ্গে অভিমান করে আমিন খান মুলাদীতে আত্মহত্যা করেছেন।
আমিন খানের বাবা গিয়াস খান জানান, তাঁর ছেলে ১৯ এপ্রিল ঘরের একটি সেচপাম্প এলাকার ইদ্রিস ঢালীর কাছে বিক্রি করে দিয়েছিলেন। গত শনিবার বেলা ১১টার দিকে রতনপুর পুলিশ ক্যাম্পে বিষয়টি নিয়ে সালিস হয়। ১ হাজার ৪০০ টাকা দিয়ে সেচপাম্পটি ফেরত নেওয়া হয়। এ নিয়ে ছেলেকে বকা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করতে নিষেধ করেন।
গিয়াস খান আরও বলেন, ওই দিন সন্ধ্যায় আমিন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি। স্বজনদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে কাজিরহাট থানা-পুলিশকে জানান। গতকাল মুলাদী থানা-পুলিশের কাছে সংবাদ পেয়ে চরমিঠুয়া গ্রামে ছেলের লাশ শনাক্ত করেন।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, স্থানীয়রা চরমিঠুয়া গ্রামের একটি পুকুর পাড়ে গলায় জাল জড়ানো লাশ দেখে পুলিশে সংবাদ দেন। পরে থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ওই তরুণ গলায় জাল জড়িয়ে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে জাল ছিঁড়ে পুকুর পাড়ে ছিল।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৩ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৫ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৬ মিনিট আগেসিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগে