Ajker Patrika

বরিশালে শেখ হাসিনার জনসভা ২৯ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১: ১২
বরিশালে শেখ হাসিনার জনসভা ২৯ ডিসেম্বর 

২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বরিশালে চলছে প্রস্তুতি। সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে এ নিয়ে আজ সভা হয়েছে।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং মেয়র খোকনের সঙ্গে বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে আমরা কাজ শুরু করেছি। তিনি বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী ভাষণ দেবেন। সাধারণ মানুষ তাঁকে বরণ করতে উদ্গ্রীব।’

তিনি বলেন, এরই মধ্যে আজ মঙ্গলবার নগর ভবনে মেয়রের নেতৃত্বে বৈঠক হয়েছে। গোটা দক্ষিণাঞ্চলের মানুষ, এমনকি মাদারীপুর থেকেও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেতা-কর্মীরা আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের জনসভার সিদ্ধান্ত আজ মঙ্গলবার চূড়ান্ত হয়েছে। নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি থাকবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি শুরু হচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সর্বশেষ বরিশাল সফর করেছেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালীর সীমান্ত পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন, পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত