Ajker Patrika

আগৈলঝাড়ায় মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
আগৈলঝাড়ায় মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ 

বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের ব্যবসায়ী ফরিদ মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২২), শহিদ মোল্লার ছেলে রাছেল মোল্লা (২৫) ও লুৎফর মোল্লার ছেলে নবিন মোল্লা (২১)। 

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টায় উপজেলার আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়কের বারেকের দোকান বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু রাব্বি মোল্লা ও রাছেল মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখান থেকে রাব্বি মোল্লাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

রাব্বি মোল্লার বাবা ফরিদ মোল্লা বলেন, অ্যাম্বুলেন্সটি মোড় ঘোরার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুনের পেছনে ধর্ষণচেষ্টা: পুলিশ

মেয়ে ধর্ষণের শিকার, মামলার ১০ দিনের মাথায় বাবাকে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত