Ajker Patrika

বরিশালে বিএনপির মিছিল থেকে ৫ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির মিছিল থেকে ৫ নেতা-কর্মী আটক

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে পৃথক মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার রাতে বের হওয়া মিছিল থেকে তাদের আটক করা হয়। মিছিলে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ৬-৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

জানা গেছে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি মিছিল নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে শুরু হয়ে খামারবাড়ির সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দুজনকে আটক করে। এদিকে মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল থেকে জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতরা সবাই পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত