Ajker Patrika

বরিশাল নগরে পুকুর ভরাট করে প্লট, স্থাপনা

খান রফিক, বরিশাল
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯: ২৪
বরিশাল নগরে পুকুর ভরাট করে প্লট, স্থাপনা

বরিশাল নগরে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। সম্প্রতি নগরের ২০ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে একটি পুকুর ভরাট শুরু হয়েছে। এর পাশেই আরেকটি পুকুর বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খন্দকার সাইফুল হুদা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ সাজুর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ তুলেছেন।

এদিকে গোরস্তান রোডের হুদা বাড়ির পুকুর ভরাট বন্ধে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন পরিবেশকর্মীরা। গত বৃহস্পতিবার তাঁরা ঘটনাস্থল হুদাবাড়ির পুকুর পরিদর্শন করে এই অভিযোগ করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়ক রফিকুল আলম, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন, নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত এই পুকুর ভরাট বন্ধের দাবি জানান।

সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে গোরস্তান রোড মসজিদের আগে প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ১২ থেকে ১৫ শতাংশের পুকুরটি টিনের বেড়া দিয়ে আটকে দিতে দেখা যায়। এর পেছনের অংশ দিয়ে ঈদের আগের দিন থেকে পুকুরটিতে বালু ফেলছেন ব্যাংকার খন্দকার সাইফুল হুদা। পাশেই তাঁর বাসা ‘বদর ভিলা’য় গিয়ে কথা হয় স্ত্রী নাহিদ সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘এটি ডোবা ছিল, আমরা মাছ চাষ করেছি। ১২ শতাংশের পুকুরের একাংশে দোকান দেবেন, তাই ঈদের আগ থেকে ভরাট করছেন।’

নাহিদ সুলতানা জানান, পেছনের পুকুরটি কিনে দুই মাস আগে ভরাট করেছেন অ্যাডভোকেট সাজু।

তবে বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ সাজু বলেন, ‘আমি পেছনের একটি ডোবা আকৃতির পুকুর ভরে প্লট করতেছি। তবে সামনের পুকুর পৈতৃক সূত্রে পাওয়া সাইফুল হুদা বালু দিয়ে ভরটা করেছেন।’

পুকুরপাড়ের দোকানি মো. ফয়সাল বলেন, সামনের পুকুরটি ভরাট শুরু হয় ঈদের আগে থেকে। পেছনেও একটি পুকুর ছিল, তা-ও ভরেছে। এখন আর এই এলাকায় পুকুর নেই বললেই চলে।

বেলার বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী কোনো জলাশয় ভরাট করা যাবে না। আমি গোরস্তান রোডের পুকুরটি ভরাট ঠেকাতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনকে অবহিত করেছি। এটি ওই এলাকার রিজার্ভ ট্যাংক ছিল।’ লিংকন বলেন, বেলা নগরের পুকুরের তালিকা করছে। সম্প্রতি নগরের নার্সিং কলেজ পুকুর, কাউনিয়া দ্বিতীয় লেনের পুকুর, নথুল্লাবাদের চৌহুতপুর দিঘি, কাশিপুরে শীতা রামের দিঘি ভরাটের পাঁয়তারা চালাচ্ছে প্রভাবশালী মহল।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, পুকুর ভরাটের কি কোনো সুযোগ আছে? নগরীর পুকুর ভরাট বন্ধে তাঁরা তৎপরতা চালাচ্ছেন। তবে কোন কোন পুকুর ভরাটের অপচেষ্টা চলছে, সেই তালিকা দিয়ে কী লাভ? তারা তো ম্যাজিস্ট্রেট নন, কেবল ঘটনাস্থলে খতিয়ে দেখতে পারেন।

বরিশাল সিটি করপোরেশনের সচিব মাসুমা আক্তারকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি তা ধরেননি।

স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘গোরস্তান রোডের সামনের পুকুরের চারপাশে টিনের বেড়া দেখলাম। পেছনেরটি তো ভরে ফেলেছে। ওখানকার পুরো সম্পত্তিই অ্যাডভোকেট সাজু ভাই কিনে নিয়ে ভাগবাঁটোয়ারা করেছেন।’

সিটি করপোরেশন এ বিষয়ে কী উদ্যোগ নিচ্ছে, জানতে চাইলে জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘দেখি কী করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত