কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীর চিরাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার মধ্যরাতে বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
হঠাৎ মধ্যরাতে আত্মচিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘুমে থেকে জেগে দেখে আগুনের লেলিহান শিখা।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে বাজারে লাগা আগুনে কাঞ্চন আলী, পারভেজ, মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীর, ইসমাইলসহ কয়েকজনের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
কাউখালী ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা ইমরান হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত কাউখালীর তিনটি ও রাজাপুর থেকে আসা দুটিসহ মোট পাঁচটি ইউনিটের সম্মিলিত তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে নয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।
ইমরান হোসেন আরও বলেন, পারভেজের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাউখালীর চিরাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার মধ্যরাতে বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
হঠাৎ মধ্যরাতে আত্মচিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘুমে থেকে জেগে দেখে আগুনের লেলিহান শিখা।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে বাজারে লাগা আগুনে কাঞ্চন আলী, পারভেজ, মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীর, ইসমাইলসহ কয়েকজনের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
কাউখালী ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা ইমরান হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত কাউখালীর তিনটি ও রাজাপুর থেকে আসা দুটিসহ মোট পাঁচটি ইউনিটের সম্মিলিত তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে নয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।
ইমরান হোসেন আরও বলেন, পারভেজের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৭ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৮ ঘণ্টা আগে