নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে জনবল সংকটে ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। মেয়রহীন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সচিবসহ গুরুত্বপূর্ণ ৯টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এ কারণে অর্ধকোটির বেশি বাসিন্দার সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
৪২ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগেবরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ নতুন করে গতি পাচ্ছে। ব্রেকওয়াটার, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল তৈরি এবং রেল ও সড়ক সংযোগসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বড় তিনটি কাজকে একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৬ ঘণ্টা আগে