পিরোজপুর প্রতিনিধি
ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন।
আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল।
ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।
১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন।
আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল।
ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।
১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেরপুরের নকলায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে নকলা থানা-পুলিশ। পরে আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিরাজ মাহবুব বলেছেন, ‘সবাই এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। আমি এটি আরও চার মাস আগে চেয়েছি। এখন আর পদত্যাগ চাই না, পদচ্যুতি চাই। পদত্যাগ সম্মানজনক অব্যাহতি। সে তো এ সম্মানের যোগ্য না।’ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা
২৩ মিনিট আগেনরসিংদীর পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা (২৩) নারীকে বাসায় দুই দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেছেন।
৩০ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে