Ajker Patrika

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ সবার লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৮: ৩০
তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ সবার লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের সময় নিখোঁজ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল, মাস্টার রুহুল আমিন ও চালক আকরাম হোসেন সরোয়ারে মরদেহ উদ্ধার করা হয়। আর গতকাল রোববার জাহাজের গ্রিজার হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। আর নিখোঁজ হন চারজন। শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা সবাই জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) তখন নিখোঁজ থাকলেও পরে তাঁকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আর দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। জাহাজটিতে মোট নয়জন লোক ছিলেন। 

তবে এ বিস্ফোরণের ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। 

দগ্ধ ব্যক্তিদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ, এ ঘটনার দায় কোনোভাবেই জাহাজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো সহযোগিতা পাননি। তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়েছে। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবার এখন অসহায়। 

অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটি প্রধান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে থেকে গঠন করা তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া তিন দিনের সময়ের পর আবারও সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরদার বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি। 

সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার সময় জাহাজে থাকা কর্মচারীরা এর দায় এড়াতে পারেন না। যেকোনো ত্রুটিসহ জাহাজের সব বিষয় তাঁদের দেখাশোনার কথা।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত