Ajker Patrika

চোখ-কান বন্ধ রেখে নৌকায় ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯: ৪৮
চোখ-কান বন্ধ রেখে নৌকায় ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। নির্বাচনে চোখ-কান বন্ধ রেখে যিনি আমাদের উন্নয়ন দিয়েছেন, শান্তি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য নৌকায় ভোট দিতে হবে। এর কোনো বিকল্প নেই। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার কালীগঙ্গা নদীর ওপর কলাখালী-চাঁদকাঠি সেতুর ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন সমাবেশে বক্তব্যের সময় মন্ত্রী এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা প্রমাণিত চোর, প্রমাণিত দুর্নীতিবাজ, প্রমাণিত খুনি, তাদের এই দেশের মানুষ আর ভোট দেবে না। অনেক উন্নয়ন করেছি, কিছু উন্নয়ন বাকি রয়েছে। যেটুকু বাকি রয়েছে সেই উন্নয়নটুকু করার জন্য অন্তত আর একটাবার শেখ হাসিনার সরকার দরকার। 

কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

কলাখালী-চাঁদকাঠি সেতু ৬১৪ মিটার দৈর্ঘ্য। এই সেতু তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা। আর এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুন মাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত