পিরোজপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। নির্বাচনে চোখ-কান বন্ধ রেখে যিনি আমাদের উন্নয়ন দিয়েছেন, শান্তি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য নৌকায় ভোট দিতে হবে। এর কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার কালীগঙ্গা নদীর ওপর কলাখালী-চাঁদকাঠি সেতুর ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন সমাবেশে বক্তব্যের সময় মন্ত্রী এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা প্রমাণিত চোর, প্রমাণিত দুর্নীতিবাজ, প্রমাণিত খুনি, তাদের এই দেশের মানুষ আর ভোট দেবে না। অনেক উন্নয়ন করেছি, কিছু উন্নয়ন বাকি রয়েছে। যেটুকু বাকি রয়েছে সেই উন্নয়নটুকু করার জন্য অন্তত আর একটাবার শেখ হাসিনার সরকার দরকার।
কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কলাখালী-চাঁদকাঠি সেতু ৬১৪ মিটার দৈর্ঘ্য। এই সেতু তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা। আর এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুন মাসে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। নির্বাচনে চোখ-কান বন্ধ রেখে যিনি আমাদের উন্নয়ন দিয়েছেন, শান্তি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য নৌকায় ভোট দিতে হবে। এর কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার কালীগঙ্গা নদীর ওপর কলাখালী-চাঁদকাঠি সেতুর ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন সমাবেশে বক্তব্যের সময় মন্ত্রী এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা প্রমাণিত চোর, প্রমাণিত দুর্নীতিবাজ, প্রমাণিত খুনি, তাদের এই দেশের মানুষ আর ভোট দেবে না। অনেক উন্নয়ন করেছি, কিছু উন্নয়ন বাকি রয়েছে। যেটুকু বাকি রয়েছে সেই উন্নয়নটুকু করার জন্য অন্তত আর একটাবার শেখ হাসিনার সরকার দরকার।
কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কলাখালী-চাঁদকাঠি সেতু ৬১৪ মিটার দৈর্ঘ্য। এই সেতু তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা। আর এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুন মাসে।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
১২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
১৬ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৩০ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে