বরিশালে বাস চাপায় মেডিকেল কলেজের ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১২
Thumbnail image

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী ইলিশ পরিবহনের বাসের চাপায় তানজিম রহমান খান শ্রাবণ (২১) নামে মেডিকেল কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রাবণ বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবুগঞ্জ কলেজের ছাত্র ও একই ইউনিয়নের মোতালেব হোসেনের ছেলে মো. মারফ হোসনকে (২০) গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রাবণ ও মারুফের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে শ্রাবণ মারা যান। তখন চালক বাস নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে চাকার নিচে পরে সড়কের ঘর্ষণে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এরপর বাস রেখেই চালক পালিয়ে যায়। বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের উদ্ধার করে। 

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চালক পলাতক রয়েছে। বাসটি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত