Ajker Patrika

নেছারাবাদে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, বরজ ও পুকুর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১০: ৩৪
নেছারাবাদে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, বরজ ও পুকুর

পিরোজপুরের নেছারাবাদে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ভোর চারটা থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল রোববার রাত বারোটা থেকে শুরু হয় জলোচ্ছ্বাস। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলের শত শত ঘর-বাড়ি দুই থেকে আড়াই ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে।
 
সকাল ৮টা পর্যন্ত নদীতে জোয়ার পানি বৃদ্ধি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শ বরজ, মাছের পুকুর। এদিকে ঘরে পানি ঢুকে পড়ায় সাপ নিয়েও আতঙ্কে ভুগছে মানুষ। 

বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে আসবাবপত্র ভিজে গেছে অনেকেরই। ছবি: আজকের পত্রিকা স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ মজুমদার বলেন, রোববার রাত ১২টার পর থেকে জোয়ারের পানি বেড়ে ঘরে প্রবেশ করেছে। মুহূর্তেই ঘরের ভেতরে তিন ফুট পানিতে প্লাবিত হয়ে গেছে। ডুবে গেছে ঘরের ফ্রিজ, খাট, আলমারি। নষ্ট হয়ে গেছে লেপ-তোশক, জামা-কাপড়। এখনো জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ডুবে গেছে রান্নাঘর। ঘরের ভেতরে সাপ দেখা যাচ্ছে। কী করে যে ছেলে-মেয়েদের রান্না করে খাওয়াব!

এদিকে জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বাজার ও অধিকাংশ সড়কও তলিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত