নেছারাবাদে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, বরজ ও পুকুর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১০: ০৮
আপডেট : ২৭ মে ২০২৪, ১০: ৩৪

পিরোজপুরের নেছারাবাদে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ভোর চারটা থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল রোববার রাত বারোটা থেকে শুরু হয় জলোচ্ছ্বাস। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলের শত শত ঘর-বাড়ি দুই থেকে আড়াই ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে।
 
সকাল ৮টা পর্যন্ত নদীতে জোয়ার পানি বৃদ্ধি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শ বরজ, মাছের পুকুর। এদিকে ঘরে পানি ঢুকে পড়ায় সাপ নিয়েও আতঙ্কে ভুগছে মানুষ। 

বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে আসবাবপত্র ভিজে গেছে অনেকেরই। ছবি: আজকের পত্রিকা স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ মজুমদার বলেন, রোববার রাত ১২টার পর থেকে জোয়ারের পানি বেড়ে ঘরে প্রবেশ করেছে। মুহূর্তেই ঘরের ভেতরে তিন ফুট পানিতে প্লাবিত হয়ে গেছে। ডুবে গেছে ঘরের ফ্রিজ, খাট, আলমারি। নষ্ট হয়ে গেছে লেপ-তোশক, জামা-কাপড়। এখনো জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ডুবে গেছে রান্নাঘর। ঘরের ভেতরে সাপ দেখা যাচ্ছে। কী করে যে ছেলে-মেয়েদের রান্না করে খাওয়াব!

এদিকে জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বাজার ও অধিকাংশ সড়কও তলিয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত