অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

নেছারাবাদ (প্রতিনিধি) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ২১: ৪৩

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারের স্বাক্ষরে গত ৩১ ডিসেম্বর এ নির্দেশ জারি করা হয়। এতে মিজানুরকে ১০ কার্য দিবসের মধ্য জবাব দিতে বলা হয়েছে।

গুয়ারেখা ইউপি চেয়ারম্যান মিজানুর গত ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করেন। এ সম্পর্কে অভিযোগ পেয়ে তদন্ত করে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না; তা জানতে পত্র দেওয়া হয়। এর জবাব পিরোজপুরের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর বলেন, ‘আমি ব্যবসার কাজে বিদেশ গিয়েছিলাম। অন্য কোনো কারণে নয়। এ ছাড়া ব্যবসার জন্য মাঝেমধ্যে ঢাকায় থাকতে হয়। একটি নোটিশ পেয়েছি। সঠিক সময়ের মধ্য লিখিত জবাব দেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত