মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ব্যাংকপাড়ার আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলসহ সহযোগী সংগঠনের ১০২ নেতা-কর্মীকে এজাহারনামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে আ. লীগ অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ভেঙে যায়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করেন আসামিরা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না। বরং আরও বেশি শক্তিশালী হবে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ব্যাংকপাড়ার আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলসহ সহযোগী সংগঠনের ১০২ নেতা-কর্মীকে এজাহারনামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে আ. লীগ অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ভেঙে যায়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করেন আসামিরা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না। বরং আরও বেশি শক্তিশালী হবে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে