নিখোঁজ ৯ জেলের সন্ধানে বঙ্গোপসাগরে তিন বাহিনীর উদ্ধার অভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৮
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫৫

বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ট্রলারের বাকি ৯ জেলেকে উদ্ধারে কাজ শুরু করেছে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও র‍্যাব। আজ রোববার সকাল থেকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে তারা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে পরদিন শনিবার সকাল ৭টা পর্যন্ত বরগুনার পাথরঘাটা মৎস্যবন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পাঁচ ঘণ্টা সশস্ত্র তাণ্ডব চালিয়ে মালপত্র লুটের সময় কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে ৯ জেলেকে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলারে সশস্ত্র ডাকাতি করে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাত। এ সময় ডাকাতেরা ট্রলারের মাঝিসহ ৯ জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এ ছাড়া বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালপত্র লুট করে নিয়ে যায়। পরে গতকাল শনিবার তাদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়েছেন ওই বিকল ট্রলার থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া বাকি ৯ জন জেলে। এ ঘটনায় উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফিরে আসা জেলেরা জানান, ডাকাতেরা মহেশখালী ও কুতুবদিয়া এলাকার হতে পারে। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনার পর থেকেই মালিক সমিতি কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে ডাকাতির শিকার ট্রলার ও আহত ৯ জেলেকে সকিনা চর থেকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত দুই জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে তল্লাশি চলছে।’

দক্ষিণ জোন কোস্ট গার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে জানান, পাথরঘাটা স্টেশন কোস্ট গার্ড জেলা মালিক সমিতির দুটি ট্রলার ও কোস্টগার্ডের একটি দ্রুতগামী যান, রাঙ্গাবালী ও চর মানিকা কোস্ট গার্ড স্টেশন থেকে দুটি ট্রলার এবং আন্দারমানিক থেকে কোস্ট গার্ডের উদ্ধার জাহাজ তেঁতুলিয়া সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনে অংশ নিয়েছে।

বরগুনা জেলা পুলিশ সুপার আব্দুস সালাম জানান, বঙ্গোপসাগরে বরগুনা জেলার এফবি ভাই ভাই ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

র‍্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর আবার বঙ্গোপসাগরে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ফিরে আসা জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান চলছে। ডাকাত দলটি আটকে অভিযান চলছে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় জেলেরা আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে মাছ শিকারে যেতে পারেন।’

এ ছাড়া ডাকাতির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে র‍্যাবকে সহায়তা করতেও অনুরোধ জানান কর্নেল মাহমুদুল হাসান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত