Ajker Patrika

তালতলীতে তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯: ৫৪
তালতলীতে তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তূপে কে বা কারা যেন অগ্নিসংযোগ করে। পরে সেই আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে আগুন লাগার ঘটনায় সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত