নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনার আট দিন পর নিখোঁজ যাত্রী সজল দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দপদপিয়া সেতুর কাছে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর নৌ থানা-পুলিশ।
সজল দাস বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা এবং দুলাল দাসের ছেলে। স্বজনেরা তাঁর মরদেহটি শনাক্ত করেছেন।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সঙ্গে সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এতে এক যাত্রী নদীতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভোলার দৌলতখান থানার কনস্টেবল মানসুর আহমেদ আহত হন।
দুর্ঘটনার দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সজল দাসের মরদেহ উদ্ধারের মাধ্যমে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর সজল দাসের ‘মোবাইল নম্বর’ থেকে তাঁর মায়ের কাছে ফোন করে একটি অজ্ঞাত চক্র সজলকে ফেরত পাঠানোর জন্য ২৫ হাজার টাকা দাবি করে এবং বিকাশ নম্বর দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। সে সময় কোতোয়ালি থানা-পুলিশ প্রাথমিক তদন্তে সিম ক্লোনের বিষয়টি জানিয়েছিল।
বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনার আট দিন পর নিখোঁজ যাত্রী সজল দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দপদপিয়া সেতুর কাছে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর নৌ থানা-পুলিশ।
সজল দাস বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা এবং দুলাল দাসের ছেলে। স্বজনেরা তাঁর মরদেহটি শনাক্ত করেছেন।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সঙ্গে সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এতে এক যাত্রী নদীতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভোলার দৌলতখান থানার কনস্টেবল মানসুর আহমেদ আহত হন।
দুর্ঘটনার দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সজল দাসের মরদেহ উদ্ধারের মাধ্যমে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর সজল দাসের ‘মোবাইল নম্বর’ থেকে তাঁর মায়ের কাছে ফোন করে একটি অজ্ঞাত চক্র সজলকে ফেরত পাঠানোর জন্য ২৫ হাজার টাকা দাবি করে এবং বিকাশ নম্বর দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। সে সময় কোতোয়ালি থানা-পুলিশ প্রাথমিক তদন্তে সিম ক্লোনের বিষয়টি জানিয়েছিল।
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
১ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
১৪ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
১৭ মিনিট আগে