প্রতিনিধি, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেছেন, মেয়র সাদিকের ওপর গুলিবর্ষণের কারণে রোববার (আজ) তারা দুটি মামলা করবে। একটি মহানগর আওয়ামী লীগ, অপরটি সিটি করপোরেশন।
মামলার প্রধান আসামি করা হবে ইউএনও মুনিবুর রহমানকে। আগস্টের পর বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। যদিও ইতিমধ্যে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ হয়েছেন। তিনি ইউএনও মুনিবুরের অপসরণ দাবি করে বলেন, প্রশাসন নমনীয় না হলে তারা রাজনৈতিক ও আইনি লড়াইয়ে এগোবেন। তিনি বলেন, নগর পিতার বিরুদ্ধে মামলা হয়েছে, করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা চুপ থেকে কাজে নামতে পারে না।
জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলাসহ ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি অনুকূলে আনতে তৎপরতা শুরু করেছে মেয়র সাদিক অনুসারীরা। এ ইস্যুতে গতকাল শনিবার দিনভর নগরীতে মানববন্ধন ও একাধিক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে সদর উপজেলা ইউএনও ও পুলিশের দায়ের করা পৃথক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল সিটি মেয়রের ওপর হামলা করে ইউএনও উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তারা সবাই গ্রেপ্তার আতঙ্কে ভুগছে।
এদিকে মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের অপসারণ দাবি করেছেন বরিশাল বিভাগের পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। গতকাল শনিবার বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তারা বলেন, অন্যথায় শোকের মাস আগস্ট শেষে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। তবে কি কর্মসূচি দেবেন এ বিষয়ে পরে জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেয়রদের পক্ষে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান এবং উপজেলা চেয়ারম্যানদের পক্ষে বরিশাল সদর উপজেলার সাইদুর রহমান রিন্টু বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে মেয়র সাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান বলেন, ১২ সেকেন্ডের ভিডিও না দেখে কয়েক ঘণ্টায় যা হয়েছে তা দেখান। অপরদিকে সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর হবেন তারা।
বরিশাল সদর ইউএনও মুনিবুর রহমান সোভন বলেছেন, বুধবার রাতে তার উপজেলা চত্বরে এসে একদল দুর্বৃত্ত ব্যানার সাটাতে চেয়েছেন। তার বাসভবনে হামলা করা হয়েছে। এদিকে ওই রাতের ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলাও উল্লেখ করেছেন, শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্থাপন করা ব্যানার-ফেস্টুন অপসারণ করতে গিয়েছিলেন মামলার আসামি যুবলীগ-ছাত্রলীগের পদধারী নেতারা। বাধা দেওয়ায় তারা হামলা করেছেন ইউএনও বাসায়।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেছেন, মেয়র সাদিকের ওপর গুলিবর্ষণের কারণে রোববার (আজ) তারা দুটি মামলা করবে। একটি মহানগর আওয়ামী লীগ, অপরটি সিটি করপোরেশন।
মামলার প্রধান আসামি করা হবে ইউএনও মুনিবুর রহমানকে। আগস্টের পর বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। যদিও ইতিমধ্যে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ হয়েছেন। তিনি ইউএনও মুনিবুরের অপসরণ দাবি করে বলেন, প্রশাসন নমনীয় না হলে তারা রাজনৈতিক ও আইনি লড়াইয়ে এগোবেন। তিনি বলেন, নগর পিতার বিরুদ্ধে মামলা হয়েছে, করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা চুপ থেকে কাজে নামতে পারে না।
জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলাসহ ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি অনুকূলে আনতে তৎপরতা শুরু করেছে মেয়র সাদিক অনুসারীরা। এ ইস্যুতে গতকাল শনিবার দিনভর নগরীতে মানববন্ধন ও একাধিক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে সদর উপজেলা ইউএনও ও পুলিশের দায়ের করা পৃথক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল সিটি মেয়রের ওপর হামলা করে ইউএনও উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তারা সবাই গ্রেপ্তার আতঙ্কে ভুগছে।
এদিকে মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের অপসারণ দাবি করেছেন বরিশাল বিভাগের পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। গতকাল শনিবার বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তারা বলেন, অন্যথায় শোকের মাস আগস্ট শেষে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। তবে কি কর্মসূচি দেবেন এ বিষয়ে পরে জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেয়রদের পক্ষে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান এবং উপজেলা চেয়ারম্যানদের পক্ষে বরিশাল সদর উপজেলার সাইদুর রহমান রিন্টু বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে মেয়র সাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান বলেন, ১২ সেকেন্ডের ভিডিও না দেখে কয়েক ঘণ্টায় যা হয়েছে তা দেখান। অপরদিকে সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর হবেন তারা।
বরিশাল সদর ইউএনও মুনিবুর রহমান সোভন বলেছেন, বুধবার রাতে তার উপজেলা চত্বরে এসে একদল দুর্বৃত্ত ব্যানার সাটাতে চেয়েছেন। তার বাসভবনে হামলা করা হয়েছে। এদিকে ওই রাতের ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলাও উল্লেখ করেছেন, শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্থাপন করা ব্যানার-ফেস্টুন অপসারণ করতে গিয়েছিলেন মামলার আসামি যুবলীগ-ছাত্রলীগের পদধারী নেতারা। বাধা দেওয়ায় তারা হামলা করেছেন ইউএনও বাসায়।
নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
১৪ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
২৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে