পিরোজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৪
Thumbnail image

পিরোজপুরের নাজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক স্কুলছাত্র। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন (১৫) ও রহমত উল্লাহ (১৫)। গুরুতর আহত আরেক ছাত্র তানভীরকে পাশের গোপালগঞ্জ জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় বলেন, ওই তিন ছাত্র বিদ্যালয়ে আসে। পরে একটি মোটরসাইকেলে তারা বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাওয়ার পথে মোল্লাবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই স্বাধীন ও রহমান মারা যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানভীরকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে তিন শিক্ষার্থী বিদ্যালয় থেকে মাটিভাংগা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় দুই শিক্ষার্থী মারা যায়। আরও একজন গুরুতর আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত