পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় নছিমনের চাপায় আফজাল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আফজাল মোল্লা পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রতন মোল্লার ছেলে। তিনি পেশায় রিকশা ও সাইকেলের মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ ও মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির একটি নছিমন ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। একই সঙ্গে ঘাতক নছিমনসহ চালককে পুলিশে সোপর্দ করি।’
নিহত ব্যক্তির ভাগনে দুলাল বলেন, ‘আজ বরগুনা আদালতে জমিসংক্রান্ত মামলার তারিখ ছিল। তাই সকালে পাথরঘাটা থেকে সাইকেলযোগে বরগুনায় যাচ্ছিলেন তিনি। পরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতির নছিমনের চাপায় আমার মামা মারা যান।’
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক নছিমনসহ চালক ছগির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বরগুনায় নছিমনের চাপায় আফজাল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আফজাল মোল্লা পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রতন মোল্লার ছেলে। তিনি পেশায় রিকশা ও সাইকেলের মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ ও মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির একটি নছিমন ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। একই সঙ্গে ঘাতক নছিমনসহ চালককে পুলিশে সোপর্দ করি।’
নিহত ব্যক্তির ভাগনে দুলাল বলেন, ‘আজ বরগুনা আদালতে জমিসংক্রান্ত মামলার তারিখ ছিল। তাই সকালে পাথরঘাটা থেকে সাইকেলযোগে বরগুনায় যাচ্ছিলেন তিনি। পরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতির নছিমনের চাপায় আমার মামা মারা যান।’
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক নছিমনসহ চালক ছগির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বরে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাঁটাই হওয়া শ্রমিক লতিফা বেগম।
৮ মিনিট আগেপঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে মো. সলেমান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগেমানিকগঞ্জে আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পূর্বপাশ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে