Ajker Patrika

কার্গো জাহাজের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ডেক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪: ১২
কার্গো জাহাজের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ডেক

মেঘনা নদীতে কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন আজ শুক্রবার সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারকারী সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল। তিনি বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাঁদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী সুন্দরবন-১৬। ছবি: সংগৃহীতচালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে তাঁরা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধাকারী কোনো লঞ্চে উঠে গেছেন।

ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকে যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছে তাঁদের।

ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী সুন্দরবন-১৬। ছবি: সংগৃহীতএ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত