মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৪ মিনিট আগেসরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
৮ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১৭ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২৩ মিনিট আগে