Ajker Patrika

ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ ৪, নিখোঁজ ৪

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭: ৪২
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ ৪, নিখোঁজ ৪

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৪ জন। আজ শনিবার বেলা ২টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। 

তারা সকলে জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) নিখোঁজ থাকলেও তাকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।  আর ২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামে জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য পেট্রল ও ডিজেল ভর্তি করতে আসে। 

জাহাজটি নোঙর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত