বরগুনা-১: স্বতন্ত্রের সমর্থক হওয়ায় ইউপি সদস্যকে ছাত্রলীগের মারধর

বরগুনা প্রতিনিধি
Thumbnail image

বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় কেওড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. শাহজাহান কবিরকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার ৭-৮ জন ছাত্রলীগ নেতা কেওড়াবুনিয়া বাজারে তাঁর ওপর হামলা চালায়। 

রোববার নৌকার পথসভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু বক্তব্যে শাহজাহানকে সংযত হওয়ার হুঁশিয়ারি দেন। এরপরেই ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন শাহজাহান কবির। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গীলাতলি এলাকায় নৌকার প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। 

ওই পথসভায় বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু বলেন ‘‘আমাদের শাহজাহান মেম্বার এই ৪ নম্বর ইউনিয়নের। শাহজাহান মেম্বরকে আমরা স্নেহ করি। আমি জানি, শম্ভু দা এই শাহজাহান মেম্বরকে অতীতে অনেক উপকার করেছে। সেই ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারবে না। শাহজাহান এখন খুব উচ্ছৃঙ্খল কাজ করছে। 

 ‘‘শাহজাহানকে আমি বলতে চাই, তুমি সংযত হও। তুমি একটা ইউনিয়ন পরিষদের মেম্বর, ওই ইউনিয়ন পরিষদের মেম্বার কিন্তু আমাদের মনিরুজ্জামান নশা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তুমি সংযত হও আগামী দিনের মধ্যে, যদি তুমি সংযত না হও, তবে ৭ তারিখের পরে ওই ইউনিয়ন পরিষদে তোমার সঙ্গে দেখা হবে। আমি অনুরোধ করে গেলাম শাহজাহান তুমি সংযত হও।’ ’ 

কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান কবির বলেন, ‘আব্বাস হোসেন মন্টু মোল্লা মাইকে এমন বক্তব্য দেওয়ার পরপরই ৭ / ৮ জন ছাত্রলীগ নেতা কেওড়াবুনিয়া বাজারে এসে আমার ওপর হামলার চেষ্টা করে। এ সময় একজন আমাকে ঘুষি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা সটকে পড়ে।’ 

শাহজাহান বলেন, ‘ওই ছাত্রলীগ নেতারা বরগুনা থেকে পথসভায় এসেছিল। তাঁদের একজনকে আমি চিনতে পেরেছি, নাম মাহমুদ। সংসদ নির্বাচনে আমি আমি স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর ঈগলের সমর্থক। এ কারণে আমাকে হুমকি ও মারধর করা হয়েছে। আমি আইনগত পদক্ষেপ নেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, ‘শাহজাহানকে নিয়ে এলাকার লোকজনের অনেক অভিযোগ রয়েছে। আমি বক্তব্যে তাঁকে সংযত হতে বলেছি। এটা হুমকি নয়।’ 

মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্যের আগেই সেখানে মারামারির ঘটনা ঘটেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত