বরিশালে বিএনপির দুই গ্রুপে মারামারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৭
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫১

বরিশালে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরে দলীয় কার্যালয়ের সামনে মারামারির এই ঘটনা ঘটে। এর আগে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের বিরুদ্ধে একক কর্তৃত্ব বজায় রাখার অভিযোগ তুলে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করেন। বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে মারামারিতে লিপ্ত হন দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে উভয় পক্ষে প্রায় ৭ জন আহত হন। তবে বিএনপি নেতা আবুল হোসেন এ হামলার জন্য নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির ও জেলা যুবদলের সম্পাদক তছলিম উদ্দিনের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে তাঁরা দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান মিজান আজকের পত্রিকাকে বলেন, নবগঠিত কমিটি প্রত্যাখান করে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের অদূরে বিএনপি কার্যালয়ে যান। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া নতুন কমিটির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে তাদের ৩-৪ জন কর্মী আহত হন।

অপরদিকে নবগঠিত কমিটির সদস্যসচিব নাসির হাওলাদার বলেন, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বাকেরগঞ্জ উপজেলার নেতা-কর্মীরা নগরে আনন্দ মিছিল করেন। এ সময় বিলুপ্ত কমিটির লোকজন আকস্মিক মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে ঢুকে হামলা চালায়। হামলায় ছাত্রদল নেতা সৈয়দ শামিউল ইসলাম শুভ, শিহাব তালুকদারসহ ৩-৪ জন আহত হয়েছেন।

বরিশালে মারামারিতে লিপ্ত দুই পক্ষএদিকে হামলার আগে সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটির নেতারা বলেন, গত বছর ৮ নভেম্বর হারুন অর রশিদ সিকদারকে আহ্বায়ক ও মিজানুর রহমান চুন্নুকে সদস্যসচিব করে বাকেরগঞ্জ উপজেলায় ৪১ সদস্যের কমিটি গঠন করেছিল দক্ষিণ জেলার বিগত কমিটি। এর ৭ দিন পর আবুল হোসেন খানকে আহ্বায়ক ও আবুল কালাম শাহীন সদস্যসচিব করে দক্ষিণ জেলায় নতুন কমিটি গঠন করা হয়। দায়িত্ব পাওয়ার পর ২০ নভেম্বর আহ্বায়ক আবুল হোসেন খান নিজ উপজেলা বাকেরগঞ্জের কমিটি স্থগিত করে নতুন কমিটি ঘোষণা করেন। সদ্য গঠিত কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ জমাদ্দার ১৫ আগস্ট শোকসভায় অংশগ্রহণ করে দল থেকে বহিস্কার হন। সদস্যসচিব নাসির হাওলাদারের পুরো পরিবার জাতীয় পার্টির রাজনীতি করেন।

এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বলেন, যে কমিটি বাতিল হয়েছে তাঁর নেতাদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। যে কারণে ভোটের মাধ্যমে বাকেরগঞ্জের নতুন কমিটি করা হয়েছে। তিনি বলেন, আজ বৃহস্পতিবার নগরীতে যে মারামারি হয়েছে সেটি পরিকল্পিত। হামলার সময় মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির ঘটনাস্থলে থেকে মদদ দিয়েছেন।মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির সাংবাদিকদের বলেন, মতবিনিময়

সভায় অংশ নিতে তিনি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। ফেরার পথে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, দলীয় কার্যালয়ে একটি কর্মসূচিতে তিনি গিয়েছিলেন। পরে বাকেরগঞ্জের দুই গ্রুপ মুখোমুখী হন। এখন এ ঘটনার সঙ্গে আমাদের জড়ানো ঠিক নয়।

মারামারির বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেনকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত