‘দেশকে এগিয়ে নিতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য। সন্ত্রাস, জঙ্গিবাদসহ পশ্চিমাদের অপরাজনীতি ও ষড়ষন্ত্রকে রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকল অপশক্তি মোকাবিলায় জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার ‌বি‌কে‌লে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশর (ইআরডিএফবি) আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ বলেন, যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সম্ভাবনার দাড় খুলে দিয়েছেন। দেশকে এগিয়ে নিতে আমাদেরকে গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির অদৃশ্য শক্তি অর্জন করতে হবে। আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইআরডিএফবি এর সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এর উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এর উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল এর উপাচার্য প্রফেসর ড. আবু হেলাল মো. আবদুল বাকী, ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল এর উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ’র (ইআরডিএফবি) সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত