প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত টিম। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ভাগে তারা এসব ঘর পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, জেলার ডিআরও কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাঈল রহমান, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, ধানখালী ইউপির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, মিঠাগঞ্জ ইউপির চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরণ প্রমুখ।
প্রসঙ্গত, গণমাধ্যমে মুজিব শতবর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর জেলা প্রশাসক চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার ডিআরও কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা তিন ভাগ হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ঘর পরিদর্শন করেন।
এ সময় গরিব অসহায় ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে টাকা নেওয়া হয়েছে কি না এবং এসব ঘরে অবকাঠামোগত কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে ঘুরে দেখেন এবং ঘরে ওঠা সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর নেন।
পরিদর্শন শেষে বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলার এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের লিখিত বক্তব্য গ্রহণ করেন।
ধানখালীর ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার জানান, বঙ্গবন্ধুর নামের ঘরে দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। নিজের ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক আজকের পত্রিকাকে জানান, কলাপাড়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৫৬০টি ঘর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অসহায়, স্বামী পরিত্যক্ত ও গৃহহীন গরিব মানুষকে অগ্রাধিকারের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এ ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক হুমায়ূন কবির বলেন, মুজিব শতবর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের বরাদ্দকৃত ৬৫০টির মধ্যে ১০২টি ঘর পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবার লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত টিম। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ভাগে তারা এসব ঘর পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, জেলার ডিআরও কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাঈল রহমান, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, ধানখালী ইউপির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, মিঠাগঞ্জ ইউপির চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরণ প্রমুখ।
প্রসঙ্গত, গণমাধ্যমে মুজিব শতবর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর জেলা প্রশাসক চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার ডিআরও কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা তিন ভাগ হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ঘর পরিদর্শন করেন।
এ সময় গরিব অসহায় ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে টাকা নেওয়া হয়েছে কি না এবং এসব ঘরে অবকাঠামোগত কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে ঘুরে দেখেন এবং ঘরে ওঠা সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর নেন।
পরিদর্শন শেষে বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলার এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের লিখিত বক্তব্য গ্রহণ করেন।
ধানখালীর ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার জানান, বঙ্গবন্ধুর নামের ঘরে দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। নিজের ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক আজকের পত্রিকাকে জানান, কলাপাড়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৫৬০টি ঘর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অসহায়, স্বামী পরিত্যক্ত ও গৃহহীন গরিব মানুষকে অগ্রাধিকারের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এ ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক হুমায়ূন কবির বলেন, মুজিব শতবর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের বরাদ্দকৃত ৬৫০টির মধ্যে ১০২টি ঘর পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবার লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে