Ajker Patrika

নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে: যুব মহিলা লীগ নেত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০: ৫১
নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে: যুব মহিলা লীগ নেত্রী

নৌকায় ভোট দেওয়া যাবে না। নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে বলে মন্তব্য করেছেন নেছারাবাদ উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের পক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার রাজবাড়ী আবাসন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

মহিউদ্দীন মহারাজ পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। 

নার্গিস জাহানের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ভিডিওতে নার্গিস জাহানকে বলতে শোনা যায়, ‘আমরা কেউ যেন নৌকায় না যাই। এই জায়গাটায় সবাই আপনারা স্টিল থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে আমি আপনাদের যে কথাগুলো বলছি, যে ম্যাসেজটা পৌঁছাইছি, এইটাই আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলবেন। ভয়ের কোনো কারণ নাই। কারণ, নৌকা এলে আমাদের ভাগ্যের উন্নয়ন আরও নষ্ট হবে। কাজেই নৌকায় আমাদের ভোট দেওয়া যাবে না। বুঝেছেন বিষয়টা?’ 

এ বিষয়ে এই সাবেক যুব মহিলা লীগ নেত্রী বলেন, ‘আমি ভোটারদের সঙ্গে যা বলেছি, তার পুরো ভিডিও ওই ব্যক্তি ফেসবুকে দেননি। ভিডিও আংশিক কেটে প্রচার করা হয়েছে, যা আইনত অপরাধ।’ তিনি বলেন, ‘আমি পিরোজপুর-২ আসনের ভোটার। আমি পিরোজপুর-২ আসনের নির্বাচন নিয়ে কথা বলেছি, সারা দেশ নিয়ে নয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নৌকার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দিয়েছেন। দলের নেতা-কর্মীরা যাকে ভালো লাগবে তাঁর পক্ষে কাজ করবে এমন নির্দেশনাও দিয়েছে দল থেকে।’ 

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান বলেন, ‘এদের মতো লোকই আওয়ামী লীগের শত্রু। এরাই দলের হাইব্রিড, এরাই খন্দকার মোস্তাক। তিনি যা বলেছেন তা নিন্দনীয়, ঘৃণ্য। এরা সুবিধার অপেক্ষায় ছিল। দলের সুবিধা নিয়ে এখন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই বলছে দলের বিরুদ্ধে। নার্গিস জাহান একসময় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। এখন কোনো পদে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত