Ajker Patrika

মালিক সমিতির সম্পাদককে মারধরের ঘটনায় বাস ধর্মঘট অব্যাহত, থানায় মামলা

বরগুনা প্রতিনিধি
মালিক সমিতির সম্পাদককে মারধরের ঘটনায় বাস ধর্মঘট অব্যাহত, থানায় মামলা

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগীর হোসেনকে মারধরের ঘটনায় বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মামলাটি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, গতকাল সোমবার দুপুরে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেন বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন মো. বশির মৃধা, মো. বায়েজিদ, মো. জাহিদুল ইসলাম জাদুমনিসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় ইমরান হোসেন বলেন, বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের পক্ষে কয়েকজন গত রোববার রাতে বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের একটি ব্যানার টানাচ্ছিলেন। হাত ফসকে ব্যানারটি মো. ছগীর হোসেনের প্রাইভেট কারের ওপর পড়ে গেলে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তাতে ব্যানার টানাতে আসা বায়েজিদকে মারতে মারতে বাস মালিক সমিতির অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে আবারও তাঁকে মারধর করা হয়।

এদিকে মারধরের খবর পেয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দার সেখানে যান। সেখানে মো. ছগীর হোসেনের সঙ্গে ইমাম হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম হাসান শিপনের লোকজন বাস মালিক সমিতির অফিস কক্ষ ভাঙচুরসহ ছগীর হোসেনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনকে মারধরের প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে এলাকার সব সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে মালিক সমিতি।

বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে দফায় দফায় বৈঠক করলেও কোনো সমঝোতা সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা প্রশাসনের সম্মানে দুটি বাস বরিশালে ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি, স্বল্প সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত