Ajker Patrika

গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ককে পিটিয়ে জখম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০২
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ককে পিটিয়ে জখম

বরিশালের গৌরনদী পৌরসভা যুবদলের আহ্বায়ককে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার স্থানীয় গয়নাঘাট কাঁচাবাজারে তিনি হামলার শিকার হন।

পৌর যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে পিটিয়েছেন দাবি করেন ভুক্তভোগী ওই নেতা। তবে পুলিশ বলছে, আজ বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

ভুক্তভোগী যুবদল নেতা হলেন—আহ্বায়ক মো. বাচ্চু সিকদার (৪২)।

পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. বাচ্চু সিকদার অভিযোগ করে বলেন, ‘বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় গয়নাঘাট কাঁচাবাজারে পৌঁছালে গৌরনদী পৌরসভা যুবলীগের ১৫-১৬ জন নেতা-কর্মী লাঠিসোঁটা, হাতুড়ি, হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় জিআই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার হাত-পা ভেঙে ও গোটা শরীর থেঁতলে দেয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে গৌরনদী পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত