বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, ক্লাস শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ২০: ২২
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০: ৩৪

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ববি উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের লিখিত দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত মতে, আজ থেকে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা অঙ্গ/ছায়া সংগঠন, লেজুড়ভিত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

অর্থাৎ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। অপর এক আদেশে ববির ক্লাস কার্যক্রম সোমবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি সমন্বয়ক জাহিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে আজ উপাচার্যর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের প্রথম ধাপ ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি তুলেছেন। এমনকি উপাচার্যকে বলে এসেছেন যে তাঁদের আরও দাবি রয়েছে। ক্লাস শুরুর পর পরবর্তী ধাপে অনলাইন অথবা অফ লাইনে অভিযোগ বক্স খুলে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত