প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশাল আগৈলঝাড়া উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এবং রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে ঘটনাগুলি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে। নেয়ামুলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজিব হালদার (১৮) কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এ ছাড়া একইদিন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) ঘরে থাকা কীটনাশক পান করেন। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, পারিবারি কলহের কালনে অভিমান করে তারা বিষপান করেছেন। নিহত সজিব হালদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
বরিশাল আগৈলঝাড়া উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এবং রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে ঘটনাগুলি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে। নেয়ামুলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজিব হালদার (১৮) কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এ ছাড়া একইদিন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) ঘরে থাকা কীটনাশক পান করেন। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, পারিবারি কলহের কালনে অভিমান করে তারা বিষপান করেছেন। নিহত সজিব হালদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
১ ঘণ্টা আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
২ ঘণ্টা আগে