প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশাল আগৈলঝাড়া উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এবং রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে ঘটনাগুলি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে। নেয়ামুলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজিব হালদার (১৮) কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এ ছাড়া একইদিন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) ঘরে থাকা কীটনাশক পান করেন। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, পারিবারি কলহের কালনে অভিমান করে তারা বিষপান করেছেন। নিহত সজিব হালদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
বরিশাল আগৈলঝাড়া উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এবং রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে ঘটনাগুলি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে। নেয়ামুলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজিব হালদার (১৮) কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এ ছাড়া একইদিন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) ঘরে থাকা কীটনাশক পান করেন। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, পারিবারি কলহের কালনে অভিমান করে তারা বিষপান করেছেন। নিহত সজিব হালদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে